Home » Slide » জামালপুর সাইক্লিস্ট ক্লাবে যোগ দিন

জামালপুর সাইক্লিস্ট ক্লাবে যোগ দিন

 
নিজস্ব প্রতিবেদকঃ
আপনি কি সাইকেল চালাতে পছন্দ করেন?  আপনি কি সাইকেল চালিয়ে ভ্রমন করতে চান??? পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত যানবাহন সাইকেল। যারা সাইক্লিং ভালোবাসেন, সাইক্লিংকে ছড়িয়ে দিতে চান সর্বত্র, সাইক্লিং করে বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌছে দিতে চান জনগনের মাঝে, তারা যোগ দিন জামালপুর সাইক্লিস্ট ক্লাবে। ব্যাক্তিগত দায়বদ্ধতা থেকে একটি সুস্থ্য ও সুন্দর সমাজ বিনির্মানের লক্ষে এবং নতুন প্রজন্মকে সাইক্লিং-এ আগ্রহী করতে ভুমিকা রাখবে জামালপুর সাইক্লিস্ট ক্লাব। যেকোন বয়সের নারী ও পুরুষ যারা সাইকেল চালাতে পারদর্শী এবং নিজের সাইকেল রয়েছে তারা অনুগ্রহ করে নাম, ঠিকানা, পেশা ও ফোন নাম্বার উল্লেখ করে বার্তা পাঠান- ০১৯১৩০২৭৪৮৫ (আসমাউল আসিফ) নম্বরে। ধন্যবাদ, শুভ কামনা অবিরাম।
 
প্রচারে- জামালপুর সাইক্লিস্ট ক্লাব।