রাজনীতি
‘গুরুত্বপূর্ণ বার্তা’ নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে রুমিন ফারহানার বৈঠক
Deprecated: Function get_the_author_ID is deprecated since version 2.8.0! Use get_the_author_meta('ID') instead. in /home/bkotha24/public_html/wp-includes/functions.php on line 6114
দলের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেল এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে রুমিন ফারহানাকে একাধিকবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না।
বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির একজন সদস্য জানান, দলের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিও বে’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে বিএনপি পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়।
বিএনপির একটি সূত্র জানায়, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগারে রয়েছেন। আর মহাসচিব কারাগারে রয়েছেন। যার কারণে কূটনৈতিক সম্পর্কটা এখন দেখভাল করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও রুমিন ফারহানা।