৩১ ডিসেম্বর, ২০২৫

জাতীয়

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল, ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল, ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে সংসদ ভবন এলাকায়।

আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান এ তথ্য জানান।

জানাজা শেষে বেলা সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে তার স্বামী, মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।