ক্রিকেট

অশ্বিনের ৫ উইকেট; ১৫০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

বাংলার কথা বাংলার কথা

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। সেটি নিয়ে আলোচনা কম হয়নি। অভিজ্ঞ অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিকই বুঝিয়ে দিলেন তার গুরুত্ব কতখানি। এই অফস্পিনারের ঘূর্ণিজাদুতে সিরিজের প্রথম দিনেই প্রথম টেস্টের নিয়ন্ত্রণ নিতে পেরেছে সফরকারী দল। অশ্বিনের ৩৩তম ৫ উইকেট শিকারের দিনে ক্যারিবীয় দল প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে গেছে।

জবাবে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন ভারতের দুই ওপেনার। ক্রিজে আছেন রোহিত শর্মা ৩০* ও অভিষিক্ত যশ্বসী জয়সওয়াল। ভারত এখন পিছিয়ে আছে ৭০ রানে।

উইন্সডর পার্কে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। কিন্তু যে আশায় শুরুতে ব্যাটিং নেওয়া পরে সেটি ভুল প্রমাণিত হয়েছে। প্রথম দিনেই স্পিন বোলিংয়ে ধরাশায়ী হয়েছে ক্যারিবিয়ানরা। বিশেষ করে অশ্বিনের ঘূর্ণিজাদুর জবাব জানা ছিল না স্বাগতিকদের। প্রথম সেশনে তেজনারাইন চন্দরপল (১২) ও ক্রেইগ ব্র্যাথওয়েটকে (২০) সাজঘরে পাঠিয়েছেন।

দ্বিতীয় সেশনে বিদায় দেন আলজারি জোসেফ (৪) ও অভিষিক্ত আলিক আথানেজকে (৪৭)। তার পর জোমেল ওয়ারিকানের (১) উইকেট নিয়ে শেষ করেছেন স্বাগতিকদের ইনিংস। এই সময়ে আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার সহায়তাও পেয়েছেন ভালোভাবে। নিয়েছেন ৩টি উইকেট! পুরো ইনিংসে প্রতিরোধ গড়েছেন শুধু অভিষিক্ত আথানেজ। খেলেছেন সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস।