অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে ১৬ কিলোমিটার দীর্ঘ লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে ৪২ শতাংশ কাজ শেষ হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে বন্দরনগরীর সবচেয়ে বড় এই উড়াল সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সিডিএর প্রধান প্রকৌশলী।
বহদ্দারহাট এবং মুরাদপুর ফ্লাইওভার নির্মাণের পর এবং লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে পতেঙ্গা থেকে সল্টগোলা পর্যন্ত আট কিলোমিটার অংশে বসছে ২শ পিলার। বসানো হচ্ছে গার্ডার। ৪২ শতাংশ নির্মান কাজ শেষ হয়েছে।
এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য তীব্র জানজটে যাত্রী ভোগান্তি বাড়লেও এলিভেটেড চালু হলে সুফল পাবেন এমনটা প্রত্যাশা চট্টগ্রামবাসীর।
বাংলার কথা/সুমন মিয়া